facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটির দাবি


১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:১৮  এএম

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটির দাবি

স্টেকহোল্ডারদের জোরালো আহ্বান: পুঁজিবাজারের অনিয়ম খুঁজতে চাই `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটি

পুঁজিবাজারে গত ১৫ বছরে ঘটে যাওয়া অনিয়ম ও জালিয়াতি খতিয়ে দেখার জন্য একটি `ফ্যাক্ট ফাইন্ডিং` (কারণ উদ্ঘাটন) কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্টেকহোল্ডাররা।

বৃহস্প‌তিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি উঠে আসে। পুঁজিবাজারের বর্তমান প‌রি‌স্থি‌তি ও করণীয় নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ডিএসই পরিচালক মেজর জেনারেল কামরুল ইসলাম (অব.), মো. শাকিল রিজভী, মো. শাহজাহান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, "বর্তমানে অর্থনীতির মৌলিক সূচকগুলোতে যে স্পেস রয়েছে, সেখানে সুদহার বেশি এবং রাজনৈতিক অনিশ্চয়তা বিদ্যমান। ব্যাংকিং খাতের সমস্যাগুলো অর্থনীতিকে প্রভাবিত করছে। তবে শেয়ারবাজারের অবস্থা খুব খারাপ বলা যাবে না। আমরা ধারাবাহিক পতনকে ধরতে পেরেছি এবং প্রত্যাশা করছি এখান থেকে আরও ভালো কিছু হবে।"

তিনি আরও বলেন, "যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, তাদের লাভ হয়েছে। কিন্তু দুর্বল শেয়ারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।"

সিএসই’র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, "আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করছি। বিএসইসির সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের ওপর কোনো চাপ নেই।"

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, "পুঁজিবাজারে গত ১৫ বছরে ঘটে যাওয়া অনিয়ম ও জালিয়াতি খতিয়ে দেখার জন্য একটি `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটি গঠন করতে হবে। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত না করলে সমস্যার সমাধান সম্ভব নয়।"

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: