facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের আরো গুরুত্বপূর্ণ ৯ খবর, যা জানলে এগিয়ে যাবেন আপনি


০১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার, ০৯:০৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের আরো গুরুত্বপূর্ণ ৯ খবর, যা জানলে এগিয়ে যাবেন আপনি

 

৯ ইস্যুয়ার কোম্পানি পরিদর্শন করবে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও/আরপিও’র অর্থ ব্যবহারের বিষয়ে পরিদর্শন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব কোম্পানি পরিদর্শন করা হবে সেগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (আরপিও), বেস্ট হোল্ডিং লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, রিং সাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্ট্যান্ডার্ড ব্যাংকে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান কোম্পানি সচিবের দায়িত্ব পালন করবেন।

কোম্পানিটিতে নতুন সচিব যুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১৯ লাখ ৬৪ হাজার ২৭১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।


এপেক্স ট্যানারির পর্ষদ সভার সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর বিকাল ৪টা ১৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

বোনাস বিওতে পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২৩ সমাপ্ত হিসাববছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচ্য বছরে সাউথইস্ট ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। আর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ে দেশ গার্মেন্টস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোখলেসুর রহমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয়।

এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান বিঅ্যান্ডটি গ্রুপের প্রতিষ্ঠাতা।

তার নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফরমার্স, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ, তুষার সিরামিকস, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিডি গেম স্টুডিওর মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ঢাকা ব্যাংকের নতুন এমডি শেখ মোহাম্মদ মারুফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে এএমডি ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তিনি এ পদে নিযুক্ত হয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে তাঁকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ব্যাংক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন শেখ মোহাম্মদ মারুফ ২০০৭ সালে ব্যাংকটিতে ইভিপি ও ট্রেজারিপ্রধান হিসেবে যোগ দেন। ২০১২ সাল থেকে তিনি ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধানের দায়িত্ব পালন করছেন।

শেখ মোহাম্মদ মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যাংকটিতে ডিরেক্টর ও ফাইন্যান্সিয়াল মার্কেট সার্ভিসেস ও ট্রেজারিপ্রধান ছিলেন। সিটি ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ট্রেজারিপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।

করপোরেট, ট্রেজারি, রিটেইল, কার্ড, মার্কেট রিস্ক, ট্রানজেকশনাল ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং, মাইক্রো-ফাইন্যান্সিং ও ট্রেড ফাইন্যান্সিংয়ে শেখ মোহাম্মদ মারুফের রয়েছে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের ডেরিভেটিভ পণ্য, বৈদেশিক মুদ্রার বাজার, মানি মার্কেট, মার্জার ও অধিগ্রহণ, পরামর্শ সেবা, স্ট্রাকচারড ফাইন্যান্স লেনদেন ও অফশোর ব্যাংকিং ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ফেলো শেখ মোহাম্মদ মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ইউসিবির নতুন এমডি হলেন মোহাম্মদ মামদুদুর রশীদ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। গত ৩০ সেপ্টেম্বর থেকে ইউসিবির এমডি পদে যোগদান করেন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: