facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ৫ খবর


২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৫:৩৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ৫ খবর

 

লেনদেনে শীর্ষস্থানে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বিদায়ী সপ্তাহে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৪ টাকা ২০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩২৮ টাকা ২০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৭ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৫১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৫১ কোটি ৪৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪৪ কোটি ৮১ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৮ কোটি ৮৫ লাখ টাকা, রবি আজিয়েটার ৩৮ কোটি ১৩ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯.৫৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৮.২৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৩ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা।

৮.০৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১১ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫.৯৮ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৫.৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, গ্রামীন ফোনের ৫.০৬ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৮১ শতাংশ দর কমেছে।

সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩.২৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বেড়েছে ৪৭.৬৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৮ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা।

৩৭.৫০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আরামিট সিমেন্ট।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আরএসআরএম স্টিলের ৩১.৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬.৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২০.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯.৮০ শতাংশ, ইউসিবির ১৮.৮৯ শতাংশ, সি পার্ল হোটেলের ১৮.০৪ শতাংশ এবং পেনিনসুলার ১৭.২৪ শতাংশ দর বেড়েছে।


একনজরে তিন কোম্পানির লাভ-ক্ষতির খবর

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তথা মুনাফ বা ইপিএস প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো-জাহিন স্পিনিং মিল, বসুন্ধরা পেপার মিল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিন স্পিনিং মিল

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।

বসুন্ধরা পেপার মিল

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১ টাকা ২৬ পয়সা। আগের বছর যা ছিল ৭৭ টাকা ০৬ পয়সা।

মেঘনা পেট্রোলিয়াম

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ০৬ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ৪৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।

নগদ লভ্যাংশ দিলো তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত তিনটি কোম্পানির নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে গোল্ডেন সন লিমিটেড ২১ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড ১০ শতাংশ এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: