facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের প্রধান গুরুত্বপূর্ণ ৭ খবর জানুন এখনই


০৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৫:৫৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের প্রধান গুরুত্বপূর্ণ ৭ খবর জানুন এখনই

আরও ৯ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) া ৯ হাজার কোটি টাকা বেশি ফিরেছে। এর আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) এসেছিল প্রায় সোয়া ৪ হাজার কোটি টাকা এসেছিল শেয়ারবাজারে। গত দুই সপ্তাহে ১৩ হাজার কোটি টাকার বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ১.৩৭ শতাংশ।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৮ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯.১৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৯.০৫ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১২.৯০ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩.৮২ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭.৮০ পয়েন্টে।


এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪৯.৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫.৭৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৬৫টি, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ৭১ কোটি ২৩ লাখ ৭০ হাজার শেয়ার ৬ লাখ ৯৫ হাজার ১৪৬বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা বা ২৫.৮৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ১.৩৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.১৬ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১২.২৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১০২.০৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৩.০১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.৬২ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৫.৯২ পয়েন্ট বা ১.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৭.৩৪ পয়েন্টে এবং ৯৩৮.৯৫ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১১৩.৩৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮১.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৮৭টি, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৮০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার ৭৯৫ টাকা বা ৬২.১৯ শতাংশ।

১৫ খাতে মুনাফা বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের ১৫ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। এর ফলে এই ১৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৪ খাতে। এর ফলে এই ৫ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সময়ে একটি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে আর্থিক খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৪.৯০ শতাংশ। ৪.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। একই সময়ে ৩.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান লাইফ ইন্স্যুরেন্স খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- সিরামিক খাতে ৩.৬০ শতাংশ, বস্ত্র খাতে ৩.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.৬০ শতাংশ দর বেড়েছে।

ডিএসইর পিই রেশিও বেড়েছে

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসইর পিই রেশেও বেড়েছে ০.২১ পয়েন্ট বা ২.২০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৭২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫১ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৬৮.৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৪ পয়েন্ট, আর্থিক খাতে ২৭.৬ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.১ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৬ পয়েন্ট, আইটি খাতে ১৮.৭ পয়েন্ট, পাট খাতে ৩৫.৯ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.১ পয়েন্ট, কাগজ খাতে ৪৬.৮ পয়েন্ট, ওষুধ খাতে ১১.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.২ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৪ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৪ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৪ পয়েন্টে অবস্থান করছে।

আগের সপ্তাহে (২৬-৩০ জানুয়ারি’২৫) খাত ভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.৬ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩০১.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৫ পয়েন্ট, আর্থিক খাতে ২৬.৩ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.০ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৬ পয়েন্ট, আইটি খাতে ১৯.৩ পয়েন্ট, পাট খাতে ৩৭.১ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৯ পয়েন্ট, কাগজ খাতে ৪৭.৪ পয়েন্ট, ওষুধ খাতে ১১.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ৯.৫ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩১.৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৩.৪ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৯ পয়েন্ট।

ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯১ কোটি টাকার বেশি লেনদেন

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৫৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২২ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৭০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৮ টাকা।

তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৪ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা, ম্যারিকোর ৩ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা, বেক্সিমকোর ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৩ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা এবং ফাইন ফুডসের ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে বিচ হ্যাচারি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৭০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীন ফোন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৩৭ টাকা ৮০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৯৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নী সিস্টেমসের ৩৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩৭ কোটি ৭৩ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বরের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭.৪৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৬৬ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১৬ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬.৬১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৭০ পয়সা।

৬.৫৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভিকেমিক্যালের ৬.০৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৫.০৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.০০ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৯৭ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪.৮৫ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ দর কমেছে।

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক জেনারেশন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এনার্জিপ্যাক জেনারেশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৯.১২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৪.৪৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা।

৩৩.৩৩ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ফিনিক্স ফাইন্যান্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ২৫.৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫.০০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২৪.৪৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩.৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০.৫৩ শতাংশ দর বেড়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ