১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:৩৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটির দাবি
স্টেকহোল্ডারদের জোরালো আহ্বান: পুঁজিবাজারের অনিয়ম খুঁজতে চায় `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটি
পুঁজিবাজারে গত ১৫ বছরে ঘটে যাওয়া অনিয়ম ও জালিয়াতি খতিয়ে দেখার জন্য একটি `ফ্যাক্ট ফাইন্ডিং` (কারণ উদ্ঘাটন) কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্টেকহোল্ডাররা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি উঠে আসে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ডিএসই পরিচালক মেজর জেনারেল কামরুল ইসলাম (অব.), মো. শাকিল রিজভী, মো. শাহজাহান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, "বর্তমানে অর্থনীতির মৌলিক সূচকগুলোতে যে স্পেস রয়েছে, সেখানে সুদহার বেশি এবং রাজনৈতিক অনিশ্চয়তা বিদ্যমান। ব্যাংকিং খাতের সমস্যাগুলো অর্থনীতিকে প্রভাবিত করছে। তবে শেয়ারবাজারের অবস্থা খুব খারাপ বলা যাবে না। আমরা ধারাবাহিক পতনকে ধরতে পেরেছি এবং প্রত্যাশা করছি এখান থেকে আরও ভালো কিছু হবে।"
তিনি আরও বলেন, "যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, তাদের লাভ হয়েছে। কিন্তু দুর্বল শেয়ারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।"
সিএসই’র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, "আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করছি। বিএসইসির সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের ওপর কোনো চাপ নেই।"
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, "পুঁজিবাজারে গত ১৫ বছরে ঘটে যাওয়া অনিয়ম ও জালিয়াতি খতিয়ে দেখার জন্য একটি `ফ্যাক্ট ফাইন্ডিং` কমিটি গঠন করতে হবে। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত না করলে সমস্যার সমাধান সম্ভব নয়।"
ডিএসইর ওয়েবসাইট সাময়িক বন্ধ
সংস্কার ও উন্নয়ন কাজের কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।
ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করা হলে ‘ওয়েবসাইট ইজ আন্ডার মেইন্টেন্যান্স, উই উইল ব্যাক সুন। থ্যাংক ইউ ফর ইউর প্যাসেন্স’ লিখা বার্তা প্রদর্শন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, সাময়িকভাবে ডিএসইর ওয়বেসাইটে প্রবেশ করা যাচ্ছে। আগামী দুই দিন সাপ্তাহিক বন্ধের কারণে ডিএসইতে কোন লেনদেন হবে না। তাই বৃহস্পতিবার লেনদেন শেষ হওয়ার পর থেকেই সফটওয়্যার জটিলতা খতিয়ে দেখে ডিএসইর ওয়েবসাইট উন্নয়নের কাজ করা হচ্ছে। কাজ শেষে যথা সময়ে আবারও ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
পুঁজিবাজারে লেনদেনে ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সপ্তাহের প্রথম কর্যদিবস (৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। সকাল ১০টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে গিয়ে জটিলতা ধরা পড়ে। ত্রুটি সারিয়ে লেনদেন শুরু করতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ২১ হাজার ৬৫২টি শেয়ার ৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ১৮ লাখ ০৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ৮৯ লাখ ৫০ হাজার ও তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারদর বেড়েছে ৮৪ শতাংশ, ডিএসইর চিঠির জবাব দেয়নি কেপিপিএল
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটির গত ১২ কার্যদিবসে শেয়ারদর ৮৪ শতাংশ বেড়েছে। শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে ডিএসই গত ৬ জানুয়ারি ই-মেইল এবং হার্ড কপির মাধ্যমে কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। কিন্তু কোম্পানিটি ডিএসইর চিঠির জবাব দেয়নি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৭ টাকা ২০ পয়সায়। আর আজ বৃহস্পতিবার বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৩ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৮৪ দশমিক ৭২ শতাংশ।
কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। লোকসানের কারণে ২০২১ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এর আগে ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০ দশমিক ২৫ শতাংশ নামমাত্র নগদ লভ্যাংশ দিয়েছিলো।
শেয়ার কিনবেন ইবনে সিনার মনোনীত পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির মনোনীত পরিচালক এ. কে. এম. সদরুল ইসলাম কোম্পানিটির ৫১৫ টি শেয়ার কিনবেন।
ঘোষণা অনুযায়ী এ. কে. এম. সদরুল ইসলাম বর্তমান বাজার মূল্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, এসিআই ফর্মুলেশনস এবং এসিআই লিমিটেড।
ডমিনেজ স্টিলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসিআই ফর্মুলেশনসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, এসিআই লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রতনপুর স্টিলের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ১৫৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩৪ শতাংশ। আর ৪ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ফিড মিল, টুং হাই নিটিং, আইসিবি ইসলামিক ব্যাংক, হামিদ ফেব্রিক্স, ফারইস্ট ইসলামী লাইফ, ফনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল মিল। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৯ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের দর বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- জি কিউ বলপেন, আমান ফিড, ইস্কয়ার নিট কম্পোসাইট, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ফিন্যান্স ফার্স্ট, আমান কটন এবং নর্দার্ন জেনারেল।
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার ৯ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৭ কোটি ০১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ০৩ লাখ বা ৬ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭ টি বা ৩৯.২৫ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৭ টি বা ২১.৭৫ শতাংশের।
লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার ৯ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – খান ব্রাদার্সের ১২.৩৮ কোটি টাকা, ফাইন ফুডসের ১২.১৬ কোটি টাকা, অগ্নি সিস্টেমের ৮.৮৫ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮.৬৩ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৭.৮৩ কোটি টাকা, রবি অজিয়াটার ৭.৫১ কোটি টাকা, যমুনা ব্যাংকের ৭.৩৭ কোটি টাকা, আফতাব অটোর ৬.৯০ কোটি টাকা ও ফারইস্ট নিটিংয়ের ৬.৫০ কোটি টাকার লেনদেন হয়েছে।
রহিম টেক্সটাইলের বোর্ড সভার সময়সূচি ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এনসিসি ব্যাংকের ইজিএম স্থগিত
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের “চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান” সম্পর্কিত আর্টিকেল-১০৮(১) এর সংশোধন সংক্রান্ত এজেন্ডা নং ৪ স্থগিত করা হয়েছে যতক্ষণ না সম্মানিত আদালত পরবর্তী নির্দেশ দেয়।
অন্যান্য সব এজেন্ডা আইটেম নং ০১-০৩, যেমন আর্টিকেল ৯১, ৯৪(১) এবং ৯৪(২) এর সংশোধন শেয়ারহোল্ডারদের দ্বারা ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখে জারি করা নোটিশ অনুযায়ী ৭ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১১তম এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইজিএম) আলোচিত হয়েছে।
শেয়ার কিনবে এসিআই লিমিটেডের এমডি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ৬ লাখ শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই এমডি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।