facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

পুঁজিবাজারে কেলেঙ্কারির ঝড়: ৮০০ কোটি টাকা গায়েব!


১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ১০:১১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে কেলেঙ্কারির ঝড়: ৮০০ কোটি টাকা গায়েব!

দেশ কাঁপানো আরেক ‘বিশ্বাসঘাতকতা’! শীর্ষ নেতাদের ঘিরে কোটি টাকার ব্লান্ডার ফাঁস!

বিনিয়োগকারীদের কষ্টার্জিত ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার অভিযোগপত্রে উঠে আসে রীতিমতো সিনেমার চিত্রনাট্য: মর্টগেজ সম্পত্তির মূল‍্য মাত্র ৮৭ কোটি টাকা, অথচ দেখানো হয় এক হাজার ২০ কোটি টাকা! এরপর সদ্য গড়া কথিত একটি কোম্পানির নামে বন্ড ছাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার কোটি টাকা তোলা হয়। টাকা ঢুকে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে, সেখান থেকে ২০০ কোটি টাকায় এফডিআর—অবশিষ্ট ৮০০ কোটি টাকা কৌশলে স্থানান্তর করা হয় বেক্সিমকো গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে। ব্যাংকিং নিয়মের তোয়াক্কা না করে সরকারি অর্থ লুটপাটের এই চিত্র যেন রীতিমতো একটি ‘আর্থিক ডাকাতি’!

এই মহাকেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারোয়ার, বিএসইসির সাবেক কমিশনাররা এবং আরও একাধিক ব্যাংক কর্মকর্তাসহ কর্পোরেট ব্যক্তিত্ব। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে—আগামী দিনে দেশের আর্থিক অঙ্গনে ঝড় বয়ে যেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: