facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতি ৭-১৫ শতাংশ


১৭ মার্চ ২০২৫ সোমবার, ১১:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতি ৭-১৫ শতাংশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, পুঁজিবাজারে বিভিন্ন সুবিধা দেওয়া হলেও তার বাস্তব সুফল পাওয়া যায়নি। বরং গত ১৫ থেকে ২০ বছর ধরে বিনিয়োগকারীরা ৭ থেকে ১৫ শতাংশ মূলধন হারিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এসময় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। সংগঠনগুলো কর অব্যাহতির দাবি জানায়।

তবে এনবিআর চেয়ারম্যান কর অব্যাহতির বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "সারাজীবন কর অব্যাহতি দিয়েও কাঙ্ক্ষিত ফল আসেনি। আমাদের রাজস্ব আদায়ের হার নিন্ম পর্যায়ে রয়েছে, অথচ একই পরিমাণ কর অব্যাহতি দেওয়া হচ্ছে। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আমরা পণ করেছি, আর অব্যাহতি দেব না।"

তিনি আরও বলেন, "পুঁজিবাজারে যত সুবিধা দেওয়া হয়েছে, ততটা বেনিফিট পাওয়া যায়নি। বরং দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছেন। তাই অব্যাহতির পরিবর্তে কার্যকর নীতিগত সংস্কার প্রয়োজন।"

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন থেকে ব্যক্তিগত মূলধনী মুনাফার উপর সম্পূর্ণ কর অব্যাহতির দাবি জানিয়েছে। এছাড়া, স্টক এক্সচেঞ্জের সদস্যদের উৎসে কর হ্রাস, লভ্যাংশ আয়ের উপর কর হ্রাস এবং তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। তবে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, ভবিষ্যতে কর অব্যাহতির ওপর নির্ভরশীলতা কমিয়ে রাজস্ব আদায়ের কাঠামোকে শক্তিশালী করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: