১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯০ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ডিসেম্বরে জরিমানার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা না দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বছরের ৩ ডিসেম্বর আনোয়ার সিকিউরিটিজ লিমিটেডের ওপর একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। পরিদর্শনের প্রতিবেদনে প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত কিছু সমস্যা এবং অসংগতি চিহ্নিত করা হয়। এই কারণে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকেও একই কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএলআই সিকিউরিটিজের গ্রাহক তুষার এলকে মিয়া এবং আলমগীর কবিরকে যথাক্রমে ২ কোটি ৫০ লাখ এবং ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসই ২০২৩ সালের ২৫ এপ্রিল মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ক্ষেত্রেও একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদন অনুসারে কোম্পানিটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের সামীর সিকান্দারকে ৯ কোটি টাকা, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজের মাহির সিকান্দার ও আবু সাদাত মো. সায়েমকে যথাক্রমে ১০ লাখ ও ৪ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের আব্দুল মুবিন মোল্লাকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করে ডিএসই। এক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৮৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া আরেক ঘটনায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের সমীর সিকান্দারকে ২৩ কোটি ২৫ লাখ, মাহির সিকান্দারকে ৪২ লাখ, আফরা চৌধুরীকে ৩৫ লাখ, আনিকা ফারহীনকে ৭ কোটি ৫০ লাখ ও আবু সাদাত মো. সায়েমকে ১৭ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একইভাবে ডিসেম্বরে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ক্লায়েন্ট মাহফুজা আক্তারকে ১০ লাখ ও দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।