facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

পেঁয়াজের বাজারে আবারো অস্থিরতা


০৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার, ০১:৪১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পেঁয়াজের বাজারে আবারো অস্থিরতা

সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে দেশে পেঁয়াজের বাজারে আবারো অস্থিরতা শুরু হয়েছে। কেজিতে ফের ১০০ টাকা ছুঁয়েছে নিত্য দিনের এই ভোগ্যপণ্যটি। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এতে বিরক্ত ভোক্তারা জানিয়েছেন, বাজার করতে গেলেই ‘নাভিশ্বাস’ উঠছে তাদের।

বৃহস্পতিবার (৪ জুন) মোহাম্মদপুর টাউন হল বাজারে কথা হয় ইব্রাহিম নামে এক ক্রেতার সঙ্গে। একটি সোয়েটার গার্মেন্টসে স্বল্প বেতনে চাকরি করেন তিনি। ইব্রাহিম বলেন, ‘বর্তমান বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এর মধ্যেই হঠাৎ পেঁয়াজের দাম এতো বেড়ে গেল, এর কোনো উত্তর নেই। দোকানদাররা বলেন- দাম আরো বাড়তে পারে, এই দামে কিনলে কিনেন না কিনলে নাই! আমরা কেমন করে সংসার চালাবো সেই খবর কেউ রাখে না।’

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। দুই কেজি নিলে প্রতি কেজি ৯৫ টাকা করে রাখা হচ্ছে। নাজমুল নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারে প্রতিটা সময়ই কোনো না কোনো পণ্যের দাম বেশি থাকবেই। সরকারের উচিৎ আরো কড়াভাবে বাজার মনিটরিং করা।’

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে টাউন হল বাজারে আজিজ নামে এক ব্যবসায়ী বলেন, ‘বাজারে পেঁয়াজের সাপ্লাই কমে গেছে, আর আড়তেও দাম বেশি। তাই খুচরায় পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে।’ তার ধারণা এই দাম বেড়ে ১২০ টাকা পর্যন্ত হতে পারে। বৃষ্টির কারণে অনেক স্থানে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। সামনে সরবরাহ কমে গেলে দাম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছেন এই ব্যবসায়ী।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: