facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি রবিবার, ২০২৫

Walton

পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি: বিশ্ববাজারে শক্ত হল বাংলাদেশের


২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১০:০০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি: বিশ্ববাজারে শক্ত হল বাংলাদেশের

তৈরি পোশাক রপ্তানিতে দুর্দান্ত উত্থান দেখাচ্ছে বাংলাদেশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সব প্রধান বাজারেই রপ্তানি বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া অন্যান্য প্রধান বাজারে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশের বেশি।

ইইউতে আধিপত্য বজায় রাখছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, প্রথম ছয় মাসে ১,৯৮৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩.২৮ শতাংশ বেশি। এর মধ্যে ইইউ-তে রপ্তানি হয়েছে ৯৮৭ কোটি ডলারের পোশাক, যা ১৫.২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ইইউ’র প্রধান বাজারগুলোর মধ্যে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ডেনমার্কে ৫০ কোটি ডলারের বেশি পোশাক রপ্তানি হয়েছে। পোল্যান্ডে রপ্তানি বেড়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ, যেখানে স্পেনে বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রেও শক্তিশালী অবস্থান একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম পোশাক বাজার। প্রথম ছয় মাসে সে দেশে ৩৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা ১৭.৫৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি পোশাকের চাহিদা আরও বেড়েছে। উদ্যোক্তারা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও বড় বাজার দখল করতে সক্ষম হবে।

যুক্তরাজ্য ও কানাডাতেও প্রবৃদ্ধি যুক্তরাজ্যে প্রথম ছয় মাসে ২১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা ৬.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানির পরিমাণ ছিল ৬৪ কোটি ডলার, প্রবৃদ্ধির হার ১৪ শতাংশ।

নতুন বাজারেও বাংলাদেশের অগ্রযাত্রা নতুন বাজারেও বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে। প্রথম ছয় মাসে নতুন বাজারে ৩৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭.৫ শতাংশ বেশি। জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কোরিয়া ও তুরস্কের মতো বাজারগুলোতে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে, তুরস্কে রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ, ভারতে ১৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় ৭.৫ শতাংশ।

চ্যালেঞ্জও কম নয় রপ্তানিতে ইতিবাচক ধারা থাকলেও উদ্যোক্তারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, ক্রয়াদেশ থাকলেও কম দামে পোশাক বিক্রি করতে হচ্ছে, যা মুনাফার ওপর প্রভাব ফেলছে। পাশাপাশি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া, ব্যাংকিং সমস্যাও উদ্যোক্তাদের ভোগাচ্ছে।

উপসংহার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে যদি অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা যায়, তবে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে। বৈশ্বিক বাজারে দেশের অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করছেন শিল্প সংশ্লিষ্টরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: