২০ ডিসেম্বর ২০২৩ বুধবার, ০৮:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট নয় হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
গত ২৭ ফেব্রুয়ারি এই পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পরীক্ষা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা দুই দফায় পিছিয়ে ৮ ডিসেম্বর করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।