facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

প্রিয় বস্তুর ত্যাগেই প্রকৃত দান: আবু তালহা (রা.)-এর অনন্য উদাহরণ


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১০:৪৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রিয় বস্তুর ত্যাগেই প্রকৃত দান: আবু তালহা (রা.)-এর অনন্য উদাহরণ

মদিনার আনসার সাহাবিদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি ছিলেন হজরত আবু তালহা (রা.)। তিনি মসজিদে কুবার পাশের এলাকায় বসবাস করতেন এবং তাঁর একটি সুন্দর বাগান ছিল, যার নাম ছিল বাইরুহা। সেখানে অসংখ্য খেজুরগাছ ছিল এবং এটি ছিল তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ।

একদিন পবিত্র কোরআনের সুরা আল ইমরান-এর ৯২ নম্বর আয়াত নাজিল হলো। সেই আয়াতে আল্লাহ বলেন,

"যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে, তোমরা পুণ্য লাভ করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তো সে সম্পর্কে ভালোভাবেই জানেন।"

এই আয়াত শোনার পর আবু তালহা (রা.) ছুটে গেলেন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এবং বললেন, “হে আল্লাহর রাসুল, আল্লাহ তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস থেকে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। বাইরুহা বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি এই বাগান আল্লাহর পথে দান করলাম। এখন থেকে আপনি এটি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন।”

রাসুল (সা.) আবু তালহা (রা.)-এর এই নিঃস্বার্থ দান দেখে প্রশংসা করে বললেন, “তুমি এই বাগানটি তোমার পরিবারের জন্য ব্যয় করো।”

রাসুল (সা.)-এর নির্দেশ অনুযায়ী, আবু তালহা (রা.) বাগানটিকে তিন ভাগে ভাগ করেন—
১. একটি অংশ পরিবারের জন্য,
২. একটি অংশ আত্মীয়স্বজনের জন্য,
৩. বড় অংশটি নিজের গোত্রের জন্য।

হজরত আবু তালহা (রা.)-এর এই ঘটনার তাৎপর্য:

১. প্রিয় সম্পদ ত্যাগে সাহাবিদের আগ্রহ: সাহাবিরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁদের সবচেয়ে প্রিয় বস্তু দান করতেন।
২. সাহাবিদের কল্যাণ চিন্তা: রাসুল (সা.) চাইতেন, তাঁর সাহাবিরা দান করলেও দারিদ্র্যের শিকার যেন না হন।
৩. প্রকৃত দানের শিক্ষা: প্রকৃত দান হলো এমন কিছু দান করা, যা প্রিয় এবং যার মাধ্যমে ত্যাগের অনুভূতি স্পষ্ট হয়।

সত্যিকারের দানের মানে:

বর্তমানে অনেকেই পুরোনো বা পরিত্যক্ত জিনিস দান করেন, যা প্রকৃত দানশীলতার পরিচায়ক নয়। প্রকৃত দান তখনই হয়, যখন তা দিতে গিয়ে ত্যাগের অনুভূতি জাগ্রত হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাই প্রকৃত দানের নিদর্শন।

হজরত আবু তালহা (রা.)-এর এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, প্রকৃত দান হলো আত্মত্যাগের অনুভূতির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: