০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১২:১৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
১৯৯৫ সালের ৪ মার্চ, রাজকীয় সম্পর্কের শুরু হয়েছিল, যখন জনপ্রিয় অভিনেতা ওমর সানী এবং অভিনেত্রী মৌসুমীর বিয়ে হয়েছিল একেবারে গোপনে। তাদের প্রেমের গুঞ্জন তখন থেকেই উঠেছিল, তবে বিয়ে হয়ে যায় একেবারে অবাক করা পরিস্থিতিতে।
মৌসুমীর নানি এবং ওমর সানীর মা, দুই পরিবারের সদস্যরা সম্পর্কের ব্যাপারে আগ্রহী হয়ে এগিয়ে আসেন। দুজনেই একে অপরকে পছন্দ করছিলেন, এবং তাদের এই সম্পর্ককে বাস্তবায়িত করতে মৌসুমীর নানি সরাসরি সানীর মা’র কাছে বলেছিলেন, "এক্ষুনি কাজি ডাকেন, আজই ওদের বিয়ে দেব।" সে সময়েই, ১৯৯৫ সালের ৪ মার্চ কাজি ডেকে তাদের বিয়ে হয়।
তবে, বিয়ের খবর ছিল গোপন। দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলেন, শুটিং চালিয়ে যেতে হবে এবং তাই তাদের বিয়ের খবর প্রকাশ করা হয়নি। পরবর্তীতে, ১৯৯৫ সালের ২ আগস্ট তারা আরও একবার নিজেদের বিয়ে উদ্যাপন করেছিলেন।
এ বছর, সেই বিয়ের ৩০ বছর পূর্ণ হলো। ওমর সানী এই বিশেষ দিনটি ফেসবুকে উদ্যাপন করেছেন, যেখানে তিনি লিখেছেন, "কীভাবে কেটে গেল ৩০ বছর টের পেলাম না, আমার ভালো লাগাটা একই জায়গায় আছে।" এই দম্পতির দুই সন্তান ফারদিন এহসান ও ফাইজা, যারা তাদের জীবনের অন্যতম আনন্দের উৎস।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।