০৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ১১:১২ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রেমের টানে ফিলিপাইন থেকে হবিগঞ্জে ছুটে এসেছেন জুবেলিন বাউতিস্তা নামের এক তরুণী।প্রেমিক আশিকুল ইসলাম মিশুকে বিয়ে করেছেন তিনি।
মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। জুবেলিন বাউতিস্তা ফিলিপাইনের ইসাবেলা সিটির কাউন্সিলর দোস্তাদু কাস্ত্রোর মেয়ে। অপরদিকে, আশিকুল ইসলাম মিশু হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোবিন্দপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।
আশিকুল ইসলাম মিশু জানান, কাতারের দোহায় একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনায় কাজ করেন জুবেলিন বাউতিস্তা। একই শহরে ব্যবসা করেন মিশু। পাঁচ বছর আগে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ছয় মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
তিনি বলেন, গত মঙ্গলবার আদালতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে দুজনই কাতারে কর্মস্থলে ফিরে যাব। এ সময় সুন্দর জীবনের কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিশু।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।