২০ মার্চ ২০২৪ বুধবার, ১০:১২ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
ফরাসি সেনাদের যুদ্ধের জন্য ইউক্রেনে পাঠানো হলে অগ্রাধিকারভিত্তিতে টার্গেট করে তাদের ওপর হমলা চালানো হবে মন্তব্য করেছেন রুশ গোয়েন্দা প্রধান। মঙ্গলবার (১৯ মার্চ) রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল আরাবিয়ার।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, এটি (ফরাসি সেনা দল) রাশিয়ার সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি অগ্রাধিকার এবং বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর অর্থ হলো- যে সব ফরাসি সেনা অস্ত্র নিয়ে রাশিয়ার ভূখণ্ডে আসবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করবে।
সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে ইউরোপের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন। এমনকি প্রয়োজনে ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর কথাও জানান সেই বক্তব্যে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।