১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:৩১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফিরে এলেন রাজনৈতিক স্যাটায়ারের সঙ্গে, প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা। তার নতুন সিনেমা `৮৪০` বা `ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড` ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ২০০৭ সালে তার নির্মিত নাটক `৪২০` দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার, সেই ধারাবাহিকতায় `৮৪০` এসেছে সিনেমার রূপে, যা মুক্তি পেয়েছে ১৫টি সিনেমা হলে।
যেসব হলে সিনেমাটি দেখা যাবে:
মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় সিনেমাটি দেখানো হচ্ছে। এর পাশাপাশি ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথা সিনেমা হলে এটি দেখা যাচ্ছে।
অভিনয়শিল্পী ও মন্তব্য:
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান সহ আরও অনেক। ফারুকী সিনেমার প্রসঙ্গে বলেছেন, "এটি এক ধরনের এক্স-রে রিপোর্ট, যা বিগত সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছে।"
পরিস্থিতি ও প্রচারণা:
দুঃখজনকভাবে, ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে, যা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তবে, তিশা এবং তার টিম পেজটি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।
সিনেমার আগ্রহ ও দর্শকের প্রতিক্রিয়া:
পূর্ববর্তী ‘৪২০’ ছবির অনুরাগীরা `৮৪০` সিনেমা দেখতে হলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ফারুকী তার চলচ্চিত্রটির প্রচারে তেমন কিছু করতে না পারলেও, তিনি দর্শকদের সিনেমাটি উপভোগ করতে এবং তার কাজের প্রতি সমর্থন জানাতে অনুরোধ জানিয়েছেন।
`৮৪০` সিনেমাটি প্রযোজনা করেছে নুসরাত ইমরোজ তিশা এবং ইমপ্রেস টেলিফিল্ম, চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন এবং সাউন্ড ডিজাইনার ছিলেন রিপন নাথ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।