facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ফিফার জরিমানা নিয়ে বিবৃতিতে যা বললেন সালাম মুর্শেদী


২৪ মে ২০২৪ শুক্রবার, ০৬:১৭  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ফিফার জরিমানা নিয়ে বিবৃতিতে যা বললেন সালাম মুর্শেদী

ফিফার টাকায় ক্রয়সংক্রান্ত অনিয়মের কারণে বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে সালাম মুর্শেদীও ঝামেলায় পড়েছেন। ১৩ লাখ টাকা জরিমানা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর।

শুক্রবার (২৪ মে) এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন সালাম মুর্শেদী। বিবৃতিতে তিনি বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফার নৈতিকতাসংক্রান্ত অ্যাডজুডিকেটরি কমিটি যে শুনানির আয়োজন করেছিল, সেখানে তার বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছিল, তার দুটিই খারিজ হয়ে গেছে। সেখানে নিজস্ব আইনজীবীদের মাধ্যমে যুক্তি উপস্থাপন করেছিলেন সালাম। তবে অর্থ কমিটির প্রধান হিসেবে তাকে ন্যূনতম আর্থিক জরিমানা গুনতে হচ্ছে।

বাফুফের প্যাডে পাঠানো বিবৃতিতে সালাম বলেছেন, ‘ফিফার নৈতিকতা কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট তিনটি অভিযোগের মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুতর দুটি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয়প্রক্রিয়ায় চারজনের সই ছিল, তার মধ্যে দুজনকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে ফিফা। যেহেতু আমি অর্থ কমিটির প্রধান, তাই আমাকে জরিমানা গুনতে হচ্ছে।’

ফিফার তহবিলের অপব্যবহার ও বিভিন্ন ক্রয়ে অনিয়ম করে সে ব্যাপারে ভুয়া দলিল উপস্থাপনের অভিযোগে গত বছরই সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাদের প্রতিনিধি বাংলাদেশে পাঠিয়ে এ ব্যাপারে তদন্ত করেই আবু নাঈম সোহাগকে শাস্তি দিয়েছিল। আরও অধিকতর তদন্ত করে সোহাগের শাস্তির মেয়াদ এক বছর বেড়েছে। তাঁর জরিমানার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা।

একই সঙ্গে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমানকে ১০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানার সঙ্গে ২ বছরের জন্য ফুটবল–সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। এতে বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে অবশ্য নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানা করা হয়নি। তাকে এ ব্যাপারে ফিফার তত্ত্বাবধানে এ–সংক্রান্ত প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইমরুল হাসান যেন ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধের সঙ্গে নিজেকে যুক্ত না করেন, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ