facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

ফুটপাতের ১৫০ টাকার মাফলার: কম দামে ফ্যাশনের ছোঁয়া!


০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:২৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ফুটপাতের ১৫০ টাকার মাফলার: কম দামে ফ্যাশনের ছোঁয়া!

 

মাফলার: স্টাইল ও উষ্ণতার অনন্য সমন্বয়
মাফলার এখন শুধুমাত্র শীত থেকে বাঁচার জন্য নয়, বরং স্টাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশি-বিদেশি যেকোনো পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায় এই ফ্যাশন অনুষঙ্গ। ফুটপাতের দোকান থেকে শুরু করে অনলাইন শপিং—সব জায়গাতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রং ও নকশার মাফলার। বিশেষ করে কম দামের ফুটপাতের মাফলার ক্রেতাদের নজর কাড়ছে।

মিরপুরের হোপ মার্কেট

মখমল, চায়না ফেব্রিক, উলসহ নানা ধরনের মাফলার পাওয়া যাচ্ছে মিরপুরের হোপ মার্কেটে। বাচ্চাদের জন্য বিশেষ নকশার মাফলারও পাওয়া যাচ্ছে এখানে। মাফলারগুলোর দাম মাত্র ১৫০ থেকে ২০০ টাকা।

উত্তরা রাজলক্ষ্মী মার্কেট

উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় উলের তৈরি চায়না মাফলার। এই মাফলারগুলোর দাম ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।

ধানমন্ডি হকার্স মার্কেট

ধানমন্ডি হকার্স মার্কেটে পাওয়া যাচ্ছে উলের তৈরি একরঙা ও চেকের মাফলার। দাম ৫০০ থেকে ৬৫০ টাকা। ভিসকস কাপড়ের মাফলার মিলছে ১৫০ থেকে ২০০ টাকায়।

মোহাম্মদপুর কৃষি মার্কেট

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভ্যানগাড়িগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন চেক নকশার মাফলার। দাম মাত্র ১৫০ থেকে ২৫০ টাকা।

কম দামে মাফলার কিনতে চাইলে এই ফুটপাতের বাজারগুলোতে যেতে পারেন। সেখানে ফ্যাশনের সঙ্গে উষ্ণতার মেলবন্ধন খুঁজে পাবেন সহজেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: