facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা


২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ০৭:০৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা

ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভ্যার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ ২৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল খালেক, বীমা দাবী কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার,এমপি, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, একেএম জিয়াউদ্দিন চৌধুরী, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মাহফুজুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অনেক পাবলিক শেয়ারহোল্ডার অন লাইনে মতামত প্রদান করেন। সভায় কোম্পানীর ২০২২ সনের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং ১০% নগদ ডিভিডেন্ড নগদ অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কোভিড-১৯ পরবর্তী বৈষিক মন্দার প্রভাব সত্ত্বেও কোম্পানির পারফরমেন্সে বিশেষ করে প্রিমিয়াম ও এফডিআর বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে ফারাজ করিম চৌধুরী পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ