facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

ফেসবুকে অন্ধভাবে কোনো পোস্ট নয় : তারানা হালিম


২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার, ০৯:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ফেসবুকে অন্ধভাবে কোনো পোস্ট নয় : তারানা হালিম

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ধভাবে বিশ্বাস না করে যাচাইয়ের পর পোস্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফেইসবুকের পোস্ট অন্ধভাবে বিশ্বাস করে ফেলার প্রবণতা তরুণ প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে উল্লেখ করে তারানা বলেন, ফেইসবুকে আমি আমার পৃথিবীর রাজা, একটা পোস্ট দিলেন সে বিষয়ে যার কোনো ধারণাই নেই, সেই পোস্ট শেয়ার হতে হতে বিশ্বাস করা শুরু করে এবং এটি নিয়ে আমাদের মত পলিসি মেকারদের কত গলদঘর্ম হতে হয়, বিশ্বাসটা ফিরিয়ে আনতে যে এ প্রচারণাটা ঠিক নয়।

তিনি বলেন, এ রকম অনেকগুলো আমরা ফেইস করেছি। এ জন্য আমি বলব যখনি আপানার ফেইসবুকে পোস্ট দিবেন একটু দেখে নিবেন তথ্যটা সত্য কিনা, একটু পড়ে নিবেন আপনি যে পোস্টটি দিচ্ছেন সেটি কারও ক্ষতির কারণ হতে পারে, কাউকে অযথা সমালোচনার মুখে ঠেলে দিতে পারে, একটু যাচাই করে নেওয়া সকলেরই দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম এবং ভারপ্রাপ্ত উপাচার্য মেজর জেনারেল (অব.) এম শাহজাহান, রেজিস্ট্রার এএইচ লুৎফুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ