১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১১:০৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ফেসবুকে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের এক সভায় অংশগ্রহণের ভুল তথ্য প্রচার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল ১৪ আগস্ট রাত ৮টায় একটি সভায় ঢাকার বিভাগীয় কমিশনারের অংশগ্রহণের কথা বলা হয়েছে, যা সঠিক নয়।
তিনি বলেন, বিভাগীয় কমিশনার গতকাল (বুধবার) সকালে তার সরকারি বাসভবন থেকে অফিসে গিয়েছেন এবং বিকেল ৫ টার পরে তিনি সরকারি বাসভবনে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাসভবনেই অবস্থান করেন। এ সময়ে কোন সভায় অংশগ্রহন সম্পর্কে তিনি কিছুই জানেন না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।