১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৭:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিও ভ্যালু ১২৫ শতাংশে নেমে এলে ঋণদাতা প্রতিষ্ঠানকে তার শেয়ার জোরপূর্বক বিক্রি বা ফোর্সড সেলের মাধ্যমে ঋণ সমন্বয় করতে হয়। কিন্তু যদি তারা এই নিয়ম মানতে ব্যর্থ হয় এবং বিনিয়োগকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তাহলে সেই ক্ষতির দায় ঋণদাতা প্রতিষ্ঠানকেই নিতে হবে।
টাস্কফোর্সের মতে, যদি সময়মতো ফোর্সড সেল কার্যকর করা হয়, তাহলে বিনিয়োগকারীরা কম ক্ষতির সম্মুখীন হন। কিন্তু তা না হলে তাদের আরও বড় আর্থিক ক্ষতির শিকার হতে হয়। ফলে বাজারে স্থিতিশীলতা আনতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে এ নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে।
পুঁজিবাজারের উন্নয়নে গত ৭ অক্টোবর বিএসইসি ৫ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সের সদস্যরা হলেন—
টাস্কফোর্স গত মঙ্গলবার তাদের সুপারিশ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের হাতে জমা দিয়েছে। এখন এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এই সুপারিশ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত হবে এবং বাজারে আস্থা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।