facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

‘ফ্রাই বাকেট’ এর চতুর্থ শোরুম চালু


১৫ নভেম্বর ২০২৩ বুধবার, ০৫:৩৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


‘ফ্রাই বাকেট’ এর চতুর্থ শোরুম চালু

দেশের জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘ফ্রাই বাকেট’ রাজধানীতে আরও একটি শোরুম চালু করেছে। সম্প্রতি রাজধানীর মগবাজারে শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে শোরুমটির উদ্বোধন করেন ফ্রাই বাকেটের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা।

ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, হেড অব অপারেশন রাশেদুল আলমসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এটি নিয়ে রাজধানীতে ফ্রাই বাকেটের চারটি শোরুম চালু হলো। মগবাজারের পাশাপাশি উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনশ্রীতে ফ্রাই বাকেটের শোরুম চালু রয়েছে।

ফাস্টফুডপ্রেমীদের জন্য ফ্রাইড চিকেনসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করতে ‘ফ্রাই বাকেট’ চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, আমরা ভোক্তাদের নিকট উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য ভোক্তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন স্থানে ফ্রাই বাকেটের নতুন শোরুম চালু করছি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ