১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:২০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বদলে গেল দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ করা হয়েছে "জাতীয় স্টেডিয়াম, ঢাকা"। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ক্রিকেট ও ফুটবলের অনেক ঐতিহাসিক ম্যাচের স্বাক্ষী এই স্টেডিয়ামে ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় এটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনের বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ের ১৫০টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট উপজেলার নামে নতুন নামকরণ করা হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিদায়ী সরকারপ্রধানের পরিবারের নামে থাকা ক্রীড়াঙ্গনের স্থাপনাগুলোর নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের প্রধান স্টেডিয়ামের নামও বদল করা হলো।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।