facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

বছরের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে জোড়া দুঃসংবাদ


১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ০১:৩৫  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বছরের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে জোড়া দুঃসংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে (কনমেবল) সবার শীর্ষেই আছে আর্জেন্টিনা। তবে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এটিই ২০২৪ সালে তাদের সর্বশেষ ম্যাচ। তবে এমন ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে জোড়া দুঃসংবাদ।

ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে পেরুর বিপক্ষে খেলতে পারছেন দলের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, ডান ঊরুতে চোট পেয়েছেন মোলিনা। প্যারাগুয়ে ম্যাচে এই ইনজুরির কারণেই পুরো সময় খেলতে পারেননি তিনি।

এদিকে মোলিনার দলে না থাকায় আর্জেন্টিনা শিবিরে ডাক পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমওনে। অ্যাতলেতিকোর হয়েই খেলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে ইনজেকশন নিয়ে খেলেছিলেন ইনজুরির কারণে পেরু ম্যাচ থেকে ছিটকে যাওয়া আরেক ডিফেন্ডার রোমেরো। আগে থেকেই ডান পায়ে সমস্যা ছিল তার। রোমেরোর পরিবর্তে আর্জেন্টিনা দলে দেখা যেতে পারে লিওনার্দো বালেরদিকে। শঙ্কা আছে নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও। তিনি খেলতে না পারলে ফাকুন্দো মেদিনা খেলতে পারেন।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকা আর্জেন্টিনার ১১ ম্যাচ থেকে পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। সমান পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে তৃতীয় কলম্বিয়া। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: