০৫ মে ২০২৪ রবিবার, ১০:০১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। এদিকে রামগড়ে ব্রজপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে মা ও ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানান, বজ্রপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এদিকে ভোরে জেলার রামগড়ে বজ্রপাতে কংজ্র মারমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।