facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

বড় জয়ে শিরোপা ঘরে তুলল নেইমারের আল-হিলাল


১২ এপ্রিল ২০২৪ শুক্রবার, ১০:৫৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বড় জয়ে শিরোপা ঘরে তুলল নেইমারের আল-হিলাল

আল-ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে সৌদি সুপার কাপের শিরোপা জিতল আল-হিলাল। চোটের কারণে খেলতে না পারলেও দলের ট্রফি উদযাপনে ছিলেন নেইমার।

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ফাইনালের পঞ্চম মিনিটেই আল-হিলালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। পেনাল্টিতে গোল করতে না পারলেও ফিরতি বল জালে জড়িয়ে ২১তম মিনিটে ম্যাচে সমতা ফেরান আব্দেররাজ্জাক হামাদাল্লাহ। প্রথমার্ধের শেষ দিকে আল-হিলালকে আবার এগিয়ে দেন সালেম আল-দাউসারি।

বিরতির পরও দাপট বেশি ছিল আল-হিলালের। তবে গোল ধরা দিচ্ছিল না। অবশেষে ৮৯তম মিনিটে ম্যালকমের দ্বিতীয় গোলে জয় এরকরকম নিশ্চিত করে ফেলে তারা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান নাসের আল-দাউসারি।

এই নিয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড আরও সমৃদ্ধ করে তুলল আল-হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা ৩৪ জয় এটি।

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার গ্যালারি থেকে স্বাক্ষী হন দলের জয়ের। পরে শিরোপা জয়ের উদযাপনে সতীর্থদের সঙ্গে শামিল হন ব্রাজিলিয়ান তারকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ