২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার, ০৯:০০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, এ-প্যাড বাংলাদেশ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ যৌথভাবে বাংলাদেশের পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-র্পূবাঞ্চলীয় জেলায় ভয়াবহ বন্যায় সহায়তা করে। ছবি : সংগৃহীত |
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, এ-প্যাড বাংলাদেশ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ যৌথভাবে বাংলাদেশের পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-র্পূবাঞ্চলীয় জেলায় ভয়াবহ বন্যায় সহায়তার করছে। আকস্মিক বন্যায় বাংলাদেশে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
যেহেতু দেশটি কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতা থেকে পুনরুদ্ধার হয়েছে, এমতাবস্থায় বাংলাদেশের বন্যা কবলিত ১১টি জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ এবং ৫.১ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের উজান থেকে আসা প্রবল বর্ষণ এবং বাংলাদেশের র্পূব, দক্ষিণ-র্পূব এবং উত্তর-পূবাঞ্চলীয় জেলা গুলোর মধ্যে দিয়ে প্রবাহিত পানির কারণে আকস্মিক বন্যা শুরু হয় । বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন গুলো মানুষের জীবন বাঁচাতে এক সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করছে।
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস), ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচ ট্রাস্ট) এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলজে (ডিসিএমসি) অগ্রিম দুর্যোগ রেসপন্স দল ইতি মধ্যে ক্ষতগ্রিস্ত এলাকায় পৌঁছেছে এবং পরিস্থিতির প্রাক-বিশ্লেষণ করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে রয়েছে শুকনো খাবারের প্যাক, নিরাপদ পানি, ওরাল রিহাইপড্রেশন সলিউশন (ওআরএস),পানি পরিশোধন ট্যাবলটে (হ্যালোট্যাব), মোমবাতি, লাইটার এবং কিছু প্রয়োজনীয় জরুরি ওষুধপত্র। ডিসিএইচ ট্রাস্ট, সিআইএস ও ডিসিএমসি মোবাইল মেডিকেল টিম নিরলসভাবে বন্যায় কাজ করছে। সিআইএস ও এ-প্যাড বাংলাদশে প্রাথমিকভাবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও হবিগঞ্জে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সহায়তা প্রদান করছে ।
পরিস্থিতি ভালো না হওয়া র্পযন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।