facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

বাংলাদেশকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানি পাওয়ার


১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১২:২৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানি পাওয়ার

কিছুদিনের মধ্যেই ভারতের আদানি পাওয়ার বাংলাদেশকে সম্পূর্ণ ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশ যে বিদ্যুতের দামে ছাড় ও কর–সুবিধা চেয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি।

গত বছরের ৩১ আগস্ট বিলম্বিত মূল্য পরিশোধের কারণে গৌতম আদানির কোম্পানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। পরে ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয় তারা। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় বাংলাদেশ নিজেই সরবরাহ কমানোর অনুরোধ করেছিল। সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কমানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, গ্রীষ্ম মৌসুমের আগেই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে রাজি হয়েছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের কেন্দ্রটি কেবল বাংলাদেশকেই বিদ্যুৎ সরবরাহ করে।

তবে মূল্য ও করছাড় সংক্রান্ত বাংলাদেশের অনুরোধ মানতে রাজি হয়নি আদানি পাওয়ার। গত মঙ্গলবার বিপিডিবির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকেও এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ‘আদানি পাওয়ার কোনো ছাড় দিতে রাজি নয়, এমনকি ১০ লাখ ডলারও নয়। বাংলাদেশ কেনো ছাড় পায়নি—আমরা পারস্পরিক বোঝাপড়া চাই, কিন্তু তারা চুক্তির শর্ত টেনে আনছে।’

এ বিষয়ে বিপিডিবির চেয়ারপারসন মো. রেজাউল করিম রয়টার্সের মন্তব্যের আহ্বানে সাড়া দেননি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, ‘আদানির সঙ্গে এখন আমাদের বড় কোনো সমস্যা নেই এবং তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে।’

অন্যদিকে, আদানি পাওয়ারের মুখপাত্র রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, ক্রেতার চাহিদার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই চাহিদা পরিবর্তিত হয়।

গত ডিসেম্বর মাসে আদানি পাওয়ারের মুখপাত্র জানিয়েছিলেন, বিপিডিবির কাছে তাঁদের পাওনা প্রায় ৯০ কোটি ডলার, যদিও মো. রেজাউল করিম বলেছিলেন, এই অঙ্ক ৬৫ কোটি ডলার। মতভিন্নতার মূল কারণ বিদ্যুতের শুল্ক হিসাবের পদ্ধতি।

এর আগে বিপিডিবি আদানি পাওয়ারের কাছে কয়েক লাখ ডলারের কর–সুবিধা এবং গত বছরের মে মাস পর্যন্ত বিদ্যমান ছাড় পুনর্বহালের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। তবে আদানি পাওয়ার এসব অনুরোধ গ্রহণ করেনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: