১৯ অক্টোবর ২০১৬ বুধবার, ০৫:১১ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারিতে ত্রুটির কারণে মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনা ঘটে, আর এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়।
সেই পথ ধরেই বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানে বা লাগেজে কোথাও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহন করা যাবে না।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। বিমান সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে টিকেট বিক্রির সময় যেন যাত্রীদের এই ফোন বহনে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেয়া হয়।
গত ১৭ই অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্যাটারির ত্রুটির কারণে সেপ্টেম্বরে বাজার থেকে ২৫ লাখ ফোন তুলে নেয় স্যামসাং কর্তৃপক্ষ।
এছাড়া প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানসহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন রুটে চলাচলকারী বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিষিদ্ধ করা হয়। বিবিসি বাংলা
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।