facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


০৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ০২:০৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এ জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় ভারতেই শান্তিরক্ষী প্রয়োজন। উনি হয়তো ভুলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে বলেছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতীয় মিডিয়া নগণ্যভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বাংলাদেশি সংবাদমাধ্যমই পারে তার জবাব দিতে।’

বর্তমান সময়ে দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, এর ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও তিনি মনে করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: