০৬ আগস্ট ২০২৩ রবিবার, ০৪:৩০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলবে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরু কাশি ইউনিভার্সিটি। রোববার (৬ আগস্ট) হোটেল সোনারগাঁওয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ড. বি আবদুল রফিক। প্রাথমিকভাবে বাংলাদেশ ক্যাম্পাসে ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ভারতের গুরু কাশি ইউনিভার্সিটি পাঞ্জাবে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে। ছাত্র এবং ছাত্রীদের জন্য রয়েছে আলাদা হল। বিশ্ববিদ্যালয়টিতে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা এবং ডক্টরেট করার সুযোগ রয়েছে।
গুরু কাশি ইউনিভার্সিটি ভারতের বিখ্যাত শিক্ষা সহায়তা ট্রাস্ট ‘বালাজি শিক্ষা ট্রাস্টের’ অধীনে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরু কাশির প্রস্তাবের ব্যাপারে সরকার ইতিবাচক। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কারিগরি ও প্রকৌশল শিক্ষায় জোর দেবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।