১১ মার্চ ২০২৩ শনিবার, ১১:৫০ এএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা বিবিএ ও এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। জিপিএ–৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ–৪-এর স্কেল ২.৫০ থাকতে হবে। পাওয়ার সেক্টরে জ্যেষ্ঠ ম্যানেজারিয়াল পদে (ডিজিএম-এঅ্যান্ডএফ/সমমান বা উচ্চপদে) অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বড় প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা উচ্চপদে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২০২৩ সালের ৯ মার্চ সর্বোচ্চ ৬০ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মূল বেতন ৪,৫০,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটি, পরিবহন ও টেলিফোন–সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র ও জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি; অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ; সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি; জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৩।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।