facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

বাংলাদেশ ম্যাচের আগে নিউইয়র্কের অনুশীলন সুবিধায় ভারতের অসন্তোষ


৩১ মে ২০২৪ শুক্রবার, ০৫:৩২  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশ ম্যাচের আগে নিউইয়র্কের অনুশীলন সুবিধায় ভারতের অসন্তোষ

আইপিএলের কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একটু দেরিতে যুক্তরাষ্ট্রে গিয়েছে ভারত। গত সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর বিশ্রাম আর হোটেলের আশপাশের এলাকা ঘুরে দুদিন কাটিয়েছে ভারতীয় দল।

রোহিত শর্মা–যশপ্রীত বুমরা–রবীন্দ্র জাদেজারা প্রথম অনুশীলনে নেমেছেন গত বুধবার। অনুশীলনের ভেন্যু ছিল নিউইয়র্কের হিকসভিল অঞ্চলের ক্যান্টিয়াগ পার্ক। তবে এ মাঠের অনুশীলন সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ভারতের সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ দলের একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছে।

সূত্রটি নিউজ১৮–কে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ–সুবিধা—এই মাঠের সবকিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে যে, এখানকার সবকিছুই গড়পড়তা মানের। দল এ নিয়ে উদ্বেগ জানিয়েছে।’

নিউজ১৮ আরও জানতে পেরেছে, গত বুধবার ক্যান্টিয়াগ পার্কে শুধু ভারতীয় দলের অনুশীলন ব্যবস্থার ঘাটতিই নয়, পর্যাপ্ত খাবারও ছিল না। অনুশীলন সেশন কাভার করতে যাওয়া বক্সে সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়েছিল। খেলোয়াড়েরাও খুশি ছিলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল।

নিউজ১৮ এ বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।’

আগামীকাল রাত সাড়ে আটটায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। সাকিব–মাহমুদউল্লাহ–তাসকিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রোহিতের দল পরশু যে মাঠে (ক্যান্টিয়াগ পার্ক) অনুশীলন করেছে, তা নাসাউ কাউন্টি স্টেডিয়ামের অদূরে অবস্থিত।

বিশ্বকাপে ভারত তাদের গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ নাসাউ কাউন্টি স্টেডিয়ামেই খেলবে। তবে সদ্য আধুনিকায়নের কাজ শেষ হওয়া এই স্টেডিয়ামের সবকিছু অস্থায়ী। নেই কোনো অনুশীলন সুবিধা। এমনকি যেসব পিচে খেলা হবে, সেগুলোও প্রতিস্থাপনযোগ্য। আইসিসি জানিয়ে দিয়েছে, নিউইয়র্কে যেসব দলের ম্যাচ আছে, তাদের অফিশিয়াল ট্রেনিং গ্রাউন্ড হিসাবে ক্যান্টিয়াগ পার্ক মাঠই ব্যবহার করতে হবে। আজ এই মাঠে বাংলাদেশ দলও অনুশীলন করেছে।

যুক্তরাষ্ট্রে এমনিতেই ক্রিকেটের তেমন জনপ্রিয়তা নেই। প্রথমবার কোনো বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করতে চললেও স্থানীয়দের মধ্যে তেমন আগ্রহ নেই। আবহাওয়াও ক্রিকেটের অনুকূল নয়। গত কয়েক দিনে নিউইয়র্কের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আরেক ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবের সঙ্গে পিচ, অনুশীলন ও খাবার নিয়ে ভারতের মতো বড় দলের অসন্তোষ মার্কিন মুলুকে ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন জাগাল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ