facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪

Walton

বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস


০৪ ডিসেম্বর ২০২৩ সোমবার, ০১:০৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার কাণ্ডারি হিসেবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নাম ঘোষণার পর চারিদিকে শোরগোল পড়ে যায়। মাঠের রাজনীতিতে না থেকেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়। তবে এসব পেছনে ফেলে নির্বাচনে লড়ছেন জনপ্রিয় এই নায়ক।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার রিটার্নিং কর্মকর্তার দফতরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে জমা দেন ১১ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ তিনজনের প্রার্থিতা বৈধ ও আটজনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে ঢাকা-৯ আসনে ১৩ জনের মধ্যে আওয়ামী লীগের সাবেক হোসেন চৌধুরীসহ আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুইজনের মনোনয়ন বাতিল আর তিনজনকে সময় দেওয়া হয়েছে।

এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের সমস্যা দূর করতে দুই ঘণ্টা সময় দেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনের জাসদের প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও তিনি শিক্ষা সনদ দেয়নি। আর তৃণমূল বিএনপির রুবিনা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নে ভোটার সাক্ষ্য না থাকায় বাতিল করা হয়। জাকের পার্টির প্রার্থী আবুল কালাম আয়কর রিটার্নের প্রত্যায়িত কপি দাখিল করায় মনোনয়ন স্থগিত হয়েছে। ইসলামি ঐক্যজোটের মাওলানা আশরাফ আলী জিহাদীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তার হলফনামার সাক্ষ্য না থাকায় এবং আয়কর রিটার্নের প্রত্যায়িত অনুলিপি জমা দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: