০৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৬:৩৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
সিম্ফনি আর১০০আর-২০ ও আর-১০০ মডেলের দীর্ঘস্থায়ী ব্যাটারির দুটি স্মার্টফোন বাজারে ছেড়েছে সিম্ফনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোবাস্ট সিরিজের স্মার্টফোন দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেন সিম্ফনি মোবাইলের জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক।
সিম্ফনি আর২০ স্মার্টফোনে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার ও আর১০০ মডেলে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে। দুটি স্মার্টফোনেই ৫ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম ও অন্য ফোনে চার্জ দেওয়ার সুবিধা থাকছে।
আর২০ স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং আর১০০ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের মূল ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এক গিগাবাইট র্যামের আর২০ মডেলের স্মার্টফোনের দাম ৭ হাজার ৩৯০ টাকা এবং ২ ও ৩ গিগাবাইট র্যামের আর১০০ মডেলের দুটি সংস্করণের স্মার্টফোনের দাম যথাক্রমে ১০,৯৯০ ও ১১,৯৯০ টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।