১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৩০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন তিন দিনের বাজুস ফেয়ার-২০২৫ স্থগিত করা হয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মেলাটি শুরু হওয়ার কথা ছিল। এটি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চতুর্থবারের মতো মেলার আয়োজন ছিল। কিন্তু এবারের মেলাটি স্থগিত করেছে বাজুস।
গতকাল বৃহস্পতিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৫ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।