১১ নভেম্বর ২০২৪ সোমবার, ০১:০৮ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
চোটের কারণে দীর্ঘদিন মাঠে বাইরে ছিলেন রঙিন পোশাকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার মাঠে ফিরেছেন তিনি। তবে ফেরার ম্যাচে তিনি আউট হয়েছিলেন ০ রানে। তবে নিজের দক্ষতার প্রমাণ আরও একবার দিতে খুব বেশি সময় নিলেন না ইংলিশ এই ব্যাটার। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আবারও বাটলারের খ্যাপাটে রূপ দেখল ক্রিকেট সমর্থকরা।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১৫৯ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড উইকেট হারায় নিজেদের ইনিংসের প্রথম বলেই। গোল্ডেন ডাক মেরে আউট হন ফিল সল্ট। তবে শুরুতেই উইকেট হারালেও বড় জয় তুলে নিতে একদমই বেগ পেতে হয়নি ইংলিশদের। আরভতা সম্ভব হয়েছে বাটলার ঝড়ে। সল্ট ফেরার পর ক্রিজে এসে উইল জ্যাকসের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েছিলেন বাটলার।
জ্যাকস ২৯ বলে ৩৮ রান করে ফিরলেও মারকুটে ইনিংস খেলেছেন বাটলার। ৩২ বলে ৫০ করা বাটলার আউট হয়েছেন ৪৫ বলে ৮৩ রান করে। ১৩তম ওভারে রোমারিও শেফার্ডের বলে জ্যাকস-বাটলার দুজনই আউট হন। তবে এ দুজন ফিরলেও লিয়াম লিভিংস্টোনের ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৩১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেইয় ইংল্যান্ড।
এর আগে ব্যাত করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা করে ওঠতে পারেনি। ৩৫ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা ৮০ রানেই হারায় ৫ উইকেট। এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৪১ বলে খেলা ৪৩ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।