২৫ জুন ২০১৬ শনিবার, ১২:৫৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এই দর নির্ধারণ করে। ২৬ জুন রোববার থেকে সারাদেশে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৩৪৭ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৪৭ হাজার ১২২ টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।