facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার


২২ জুলাই ২০১৬ শুক্রবার, ০১:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

বায়তুল মোকাররমে নিরাপদে জুমা নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, প্রতি জুমার নামাজের দিন নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে। এ ছাড়া এটা জাতীয় মসজিদ হওয়ায় এখানকার নিরাপত্তা নিশ্চিতে একটি রীতি রয়েছে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।

তারা জানান, আজ হামলার বা কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। তারপরও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তর গেটে দায়িত্বে থাকা পল্টন থানার এক এসআই বলেন, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকেই এখানে পুলিশ মোতায়েন থাকে। মসজিদের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মুসল্লিদের তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে।

বায়তুল মোকাররম এলাকা ঘুরে আরো দেখা গেছে, প্রতিটি প্রবেশ পথে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরা সক্রিয় অবস্থায় রয়েছে। তারা কিছুক্ষণ পর পর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। এ ছাড়া সাদা পোশাকেও বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: