১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, ১২:১৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা কে কি বললেন সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।’ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের। এ সময় দল ও দলের সহযোগী-ভাতৃপ্রতীম সব মেয়াদউত্তীর্ণ শাখায় কমিটি দেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।