১৬ মার্চ ২০২৫ রবিবার, ০১:৫১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় ধরনের পরিবর্তন চান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কমিশনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও শক্তিশালী করতে বিএসইসির নিজস্ব কর্মকর্তাদের ওপর নির্ভর না করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৯ জন নতুন কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নিয়েছেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে এক প্রতিবেদনে জানিয়েছেন, ৩ জন নির্বাহী পরিচালক, ৩ জন পরিচালক, ১ জন কমিশন সচিব এবং ১২ জন যুগ্ম/অতিরিক্ত পরিচালক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়ে দ্রুত পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, বিএসইসিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের অবসরের পর কিছু কর্মকর্তা কমিশনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন, যা অফিস ভাঙচুর পর্যন্ত গড়ায়।
বিএসইসির তদন্ত রিপোর্টে সাবেক নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমানসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠে এসেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এমন অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে নয় দফা সুপারিশ করেছে কমিশন। এসব সুপারিশ বাস্তবায়ন ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।