০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ০৩:১১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। দেশের পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংগঠনটি দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিএমবিএর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ এক বছর ধরে পুঁজিবাজারে নতুন অর্থের প্রবাহ না থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ কমছে এবং বাজারে দীর্ঘস্থায়ী মন্দাভাব বিরাজ করছে। বিএমবিএর আশঙ্কা, চলমান অস্থিরতা এই সংকটকে আরও তীব্র করবে, যা পুঁজিবাজারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বর্তমানে অনেক বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়ে বাজার থেকে সরে যাচ্ছেন, পাশাপাশি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব সংকটও প্রকট হচ্ছে।
সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, যদি এই সংকটের দ্রুত সমাধান করা না হয়, তাহলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। পাশাপাশি উদ্যোক্তারাও পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে নিরুৎসাহিত হবেন।
বাজারের বৃহত্তর স্বার্থে চলমান সংকট দ্রুত নিরসনের লক্ষ্যে বিএমবিএ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।