facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

বিএসইসি’র ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা: অফিস অবরুদ্ধ, চরম অরাজকতা


০৭ মার্চ ২০২৫ শুক্রবার, ০৩:০১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসি’র ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা: অফিস অবরুদ্ধ, চরম অরাজকতা

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। শেরে বাংলা নগর থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্তদের তালিকা

মামলায় আসামি করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭), নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।

অভিযোগের বিবরণ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে চলমান সভাকক্ষে অভিযুক্তরা ও আরও কিছু কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। এসময় তারা পূর্ব পরিকল্পিতভাবে কমিশনের মূল ফটকে তালা লাগিয়ে সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে চরম অরাজকতা সৃষ্টি করেন।

শারীরিক হুমকি ও সরকারি সম্পত্তি ধ্বংস

এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এসির রিমোট চেয়ারম্যান ও কমিশনারদের দিকে নিক্ষেপ করেন। তারা শারীরিকভাবে ভয় দেখানোর পাশাপাশি সরকারি অফিসে ভাঙচুর চালিয়ে অফিসের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেন।

অনিয়ম তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা

গত বছরের ১ সেপ্টেম্বর বিএসইসি শেয়ারবাজারে অনিয়ম অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও তদন্ত চলমান রয়েছে। এছাড়া, শেয়ার কেলেঙ্কারি ও শেয়ারবাজারে অবৈধ লুটপাটের অভিযোগে কয়েকজন কর্মকর্তার পাসপোর্ট বাতিল ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী

অবরুদ্ধ পরিস্থিতি প্রায় চার ঘণ্টা স্থায়ী ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিএসইসি শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিএসইসি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: