০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:০৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
এদিকে, বিএসইসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিনিয়োগকারীদের সংগঠন বিসিএমআইএও একই কর্মসূচি পালন করবে।
এর আগে, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা ৪ দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। দাবিগুলো মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একপর্যায়ে কমিশনের চতুর্থ তলায় চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়।
দুপুর ১টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি জটিল হলে কমিশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা বিএসইসি ভবনে প্রবেশ করে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন।
বিএসইসি কর্মকর্তারা অভিযোগ করেছেন, নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা নিয়ে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য খাতের সংস্কারের সঙ্গে শেয়ারবাজারের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। এর অংশ হিসেবে কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন খন্দকার রাশেদ মাকসুদ।
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার ক্রমাগত পতনের শিকার হয়। বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে ক্ষতির মুখে পড়েন এবং বহুবার প্রতিবাদ জানিয়েছেন। বিএসইসি চেয়ারম্যানের প্রতি আস্থা হারিয়ে বিনিয়োগকারীরা কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন, কিন্তু কোনো প্রতিকার পাননি।
এরই ধারাবাহিকতায়, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা গত ৩ ফেব্রুয়ারি মতিঝিলের পুরাতন ডিএসই ভবনের সামনে মহাসমাবেশ করেন এবং আগামীকাল বিএসইসি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।