facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

বিএসইসি চেয়ারম্যানসহ শেয়ারবাজারে অতিগুরুত্বপূর্ণ খবর


০৭ মার্চ ২০২৫ শুক্রবার, ১০:৪৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসি চেয়ারম্যানসহ শেয়ারবাজারে অতিগুরুত্বপূর্ণ খবর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন বড় সংকটে। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ, যার ফলে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, বর্তমান কমিশনের পদত্যাগ ছাড়া শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরবে না। বিনিয়োগকারীরাও আন্দোলনে শামিল হয়েছেন।

সরকারের সমর্থন থাকার দাবি, কিন্তু অনড় কমিশন

বৃহস্পতিবার (৬ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নিরাপত্তার সঙ্গে কমিশনে এসে সাংবাদিকদের জানান, তারা পদত্যাগ করবেন না। তিনি বলেন, “সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করছি, সেটা যেন আরও জোরদার করি।” তবে আন্দোলনকারীরা বলছেন, এই বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং কমিশন কর্মকর্তাদের ওপর অন্যায় চাপ সৃষ্টি করা হচ্ছে।

শেয়ারবাজারে আস্থার সংকট ও আইপিও স্থবিরতা

বিগত ছয় মাসে মৌলভিত্তিক কোনো কোম্পানি শেয়ারবাজারে আসার আগ্রহ দেখায়নি, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করেছে। এক জরিপে দেখা গেছে, মাত্র ১০ শতাংশ বিনিয়োগকারী বর্তমান কমিশনের ওপর আস্থাশীল।

কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১. দুর্ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গ: কমিশনের কর্মকর্তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলা ও গালিগালাজ করা হয়েছে। 2. অনিয়ম ও বেআইনি সুবিধা গ্রহণ: চেয়ারম্যান ও কমিশনাররা অতিরিক্ত আপ্যায়নের খরচ নিচ্ছেন, যা নিয়মবহির্ভূত। 3. অবৈধ পরিচালক নিয়োগ: কিছু তালিকাভুক্ত কোম্পানিতে যথাযথ অনুমোদন ছাড়া স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 4. বিনিয়োগকারীদের ক্ষতি: কমিশন বিনিয়োগকারীদের সুদ বকেয়া রাখার অভিযোগ উঠেছে।

বিএসইসি কর্মীদের কর্মবিরতি ও বিনিয়োগকারীদের আন্দোলন

বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, তারা চেয়ারম্যানের পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে। বিনিয়োগকারীদের সংগঠন বিসিএমআইএ-র নেতারা বলছেন, বর্তমান চেয়ারম্যান শেয়ারবাজারের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ, তাই তার পদত্যাগ জরুরি।

দুদকের নজরে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার

অন্যদিকে, নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫৫ কোম্পানির শেয়ার ও স্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে।

শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরির উত্থান

এক দীর্ঘ সময় পর ‘এ’ ক্যাটাগরির শেয়ার মূল্যবৃদ্ধির তালিকায় এসেছে। ডেসকো শেয়ারের দাম ৯.৯৬% বেড়ে সর্বোচ্চ লেনদেনের শীর্ষে উঠে এসেছে। তবে বিনিয়োগকারীরা বলছেন, এটি সাময়িক উত্থান, বাজার স্থিতিশীল করতে সঠিক নেতৃত্ব প্রয়োজন।

উপসংহার

বিএসইসির চলমান সংকট, শেয়ারবাজারের অনাস্থা এবং বিনিয়োগকারীদের ক্ষতির মুখে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে কমিশনের দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব দরকার। কমিশন পদত্যাগ না করলে আন্দোলন আরও বেগবান হবে বলে সতর্ক করে দিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: