১২ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০১:৩৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নতুন উপাচার্য পেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হককে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ।
অধ্যাপক দীন মো. নূরুল হক বিএসএমএমইউয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। বিদায়ী উপাচার্যের দায়িত্বের মেয়াদ শেষ হবে আগামী ২৮ মার্চ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের এই আদেশ আগামী ২৯ মার্চ থেকে কার্যকর হবে। উপাচার্য হিসেবে দীন মো. নূরুল হকের মেয়াদ হবে পরবর্তী চার বছর।
তবে প্রয়োজন মনে হলে যেকোনো সময় এই নিয়োগ বাতিলের এখতিয়ার রাখেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি।
বিধি অনুযায়ী, অধ্যাপক দীন মো. নূরুল হক স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবসরের সময় যেই পদে বহাল ছিলেন, বিএসএমএমইউয়ে উপাচার্য পদে থাকাকালীন তিনি সেই পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্ত হবেন।
তবে উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য যা সুযোগ-সুবিধা রয়েছে, বিধি অনুযায়ী সেসব সুবিধাও পাবেন নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
এক প্রতিক্রিয়ায় ডা. দীন মো. নূরুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় আশা করে আমাকে সুযোগ দিচ্ছেন। বিএসএমএমইউকে কেবল বাংলাদেশে নয়, সারাবিশ্বে সেরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ার চেষ্টাটাই করব আমি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।