২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১২:৩২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো মূলত বিশেষায়িত দক্ষ স্নাতক তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে, বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ে মানবিক, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো নানা বিষয়ও পড়ানো হচ্ছে, যা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার ইঙ্গিত দেয়। কিছু বিশ্ববিদ্যালয়ে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বিজ্ঞানের বাইরের বিষয়ের শিক্ষার্থী।
এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক চিঠি পাঠিয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের উদ্দেশ্যে। চিঠিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) সম্পর্কিত বিষয়ই পড়ানো হবে। অন্য যে কোনো বিষয়, বিশেষত মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো বিষয়গুলো বন্ধ করতে হবে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, যেসব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অপ্রাসঙ্গিক পাঠ্যক্রম চালু রয়েছে, সেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে সীমিত বা বন্ধ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এমন পদক্ষেপ নেয়ার প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে যুগোপযোগী STEM বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়া হবে।
এ ব্যাপারে ১৩ মার্চ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা একটি চিঠি উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে, যা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং এ সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানে চলমান শিক্ষামূলক কার্যক্রমে কিছু পরিবর্তন আসতে পারে। তবে, এই পরিবর্তনগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা খোলাখুলি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।