facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তাগিদ গভর্নরের


২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার, ১২:৩২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তাগিদ গভর্নরের

দেশ থেকে এস আলম গ্রুপসহ যারাই বিদেশে অর্থ পাচার করেছে, তা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মন মনসুর।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে ১২টি ব্যাংকের সঙ্গে সভায় এই তাগিদ দেন গভর্নর।

সেইসঙ্গে তিনি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ানো, সময়মতো রফতানি আয় দেশে নিয়ে আসা, ক্রলিং পেগের মাধ্যমে ডলার বাজারকে স্থিতিশীল করা, আন্তঃব্যাংক লেনদেন চালু, ডলার দর ও ব্যাংকের ঋণের সুদের হার বাজারভিত্তিক করাসহ সামগ্রিক ব্যাংকিং খাত নিয়েও আলোচনা করেন।

ব্যাংকিং খাত সংস্কারে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পরামর্শ চান গভর্নর।

গভর্নর সভায় বলেন, ব্যাংকগুলো গ্রাহক পর্যায় সর্বোচ্চ ১২০ টাকা দরে ডলার বিক্রি করতে পারবে।

সভায় চলতি ও আর্থিক হিসাব উন্নয়নে ব্যাংকগুলোকে এক সঙ্গে কাজ করতে বলা হয়। সঙ্গে মূল্যস্ফীতি কমানোকেও গুরুত্ব দেওয়া হয়।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, গভর্নর ব্যাংকিং খাতকে সংস্করণ করতে ব্যাংকগুলোর কাছে পরামর্শ চেয়েছেন। এ সময় তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনার তাগিদ দিয়েছেন।

আফজাল করিম বলেন, এই মুহূর্তে দেশের জন্য ডলার দরকার। অফশোর চ্যানেলের পাচার হওয়া ডলার দেশে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে তাগিদ দিয়েছেন গভর্নর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ