৩০ জুলাই ২০১৬ শনিবার, ০৯:১০ এএম
শেয়ার বিজনেস24.কম
সোনারগাঁও হোটেলের বলরুম মানুষে ভর্তি। অনেকেই বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে শুনছেন অতিথিদের কথা। বিভিন্ন পেশার মানুষ নানা বিষয় জানার জন্য প্রশ্ন করছেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ দেশি ও বিদেশি অতিথিরা সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন।
বিপিও সামিটের দ্বিতীয় তথা শেষ দিনে শুক্রবার ‘দ্য ফিউচার অব টেকনোলজিস অ্যান্ড বিজনেস ফর ইউথ’ শিরোনামের সেমিনারে অবস্থা ছিলো এমনই। শুধু এই সেমিনারই নয়, দ্বিতীয়বারের মতো আয়োজিত দুই দিনব্যাপী বিপিও সামিট ২০১৬ -এর সেমিনার ও কর্মশালায় বিভিন্ন সেক্টরের বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
বিপিও সামিটে এই খাতে চাকরি পেতে ২১ হাজারের বেশি সিভি জমা পড়েছে বলে জানান আয়োজকরা।আগেই জানানো হয়েছিল, এবারের সম্মেলনে ৩০০ জনকে বিপিও খাতে চাকরি দেওয়া হবে। সেভাবেই আবেদন পত্র আহ্বান করা হয়েছিল। ২১ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৩০০ জনকে বিপিও খাতে চাকরির ব্যবস্থা করবেন বলে আয়োজকরা জানান।
সামিটের শেষ দিন ৫টি সেমিনার ও ১টি কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সেমিনারগুলো ছিল, মেইনস্ট্রিমিং ভোকেশনাল এডুকেশন: আ প্যাথওয়ে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপুরচুনিটি ফর ইউথ, ইনফ্রাস্টাকচারাল অ্যান্ড এডুকেশনাল রেডিনেস ফর বিপিও ইন বাংলাদেশ, আউটসোর্সিং ফিনান্সিয়াল সার্ভিসেস: উইন-উইন সিচুয়েশন ফর বিপিও অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর। সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। এ সময় বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে ২৫ হাজার মতো দর্শনার্থী অংশ নিয়েছেন। দেশি-বিদেশি মিলিয়ে বক্তা ছিলেন ৭৭ জন। এর মধ্যে বিদেশি বক্তা ছিলেন ২৩ জন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।